![Macher Raja Ilish](https://source.boomplaymusic.com/group10/M00/12/03/f40193114f7d401692b11457c00f191bH1500W1500_464_464.jpg)
Macher Raja Ilish Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
মাছের রাজা ইলিশ আহা
ইলিশ মাছের রাণী
ইলিশ নামটি শুনলে আসে
জিভের ডগায় পানি।।
ইলিশ ভাজা হলে ঘরে
জানে পাড়ার লোকে
ভেসে ভেসে গন্ধটা যায়
পৌঁছে সবার নাকে।।
ভাজা মাছের গন্ধ শোঁকেই
ভরে যায় মনখানি।।
ডিমটা তাহার খুব সুস্বাদু
মাথাটা মচমচে
খেতে বসলে মন কি কারো
ভরে দু'একপিচে??
আচমকা এক স্বাদযে লাগে
ইলিশ মাছের ঝোলে
সরষে ইলিশ খেলে প্রাণটা
সতেজ করে তোলে।।
পদ্মা নদীর ইলিশ মানেই
মজা করে খানি।।