
Dana Mela Pakhi Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
আজ ঈদ চলো হই ডানামেলা পাখি
আজ শুধু হাসি আর খুশি মাখামাখি।।
আজ কোনো দুখ নেই নেই অভিমান
নেই কোনো ভেদাভেদ সবাই সমান!
আজ শুধু ছোটাছুটি প্রজাপতি মন-
ভিজবে না দুখে আজ কারো দুটি আঁখি।।
এর বাড়ি ওর বাড়ি নেই কোনো মানা
আজ শুধু ওড়াউড়ি ঝলমলে ডানা!
অনাথের সাথী হবো দুখীদের ভাই
নেচে গেয়ে সব সুখ বিলিয়ে বেড়াই!
আজ শুধু লুটোপুটি হই হুল্লোড় -
থাকবে না পড়ে কেউ হাতে হাত রাখি।।