Fitorer Chand Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
আসমানে দোল খায় শাওয়াল চাঁদ
হৃদয়ের বাগে হাসে রওশান ফুল,
আমাদের মনে খুশি ভেঙে যায় বাঁধ
পৃথিবীর মাঝে তার নেই নেই তুল।
বুকেবুকে ঝরে যায় নূরের আলোক-
আহলান সাহলান ঈদ মুবারক।।
::
বড়দের কেন জানি মন ভালো নেই
হতাশার দিন নাকি শুধু সমুখেই,
কারো মুখে চোখ তুলে তাকানোই দায়-
আকাশের দিকে চেয়ে আছে অপলক।।
দুঃখীদের কথা আজ ভাবতেই হবে
বলো তারা ঈদখুশি পেয়েছিলো কবে,
লতাপাতা ঘাঁস দিয়ে শিশু আকসার
বলো দেখি করেছিলো কেন ইফতার!...
::
ফিতরের চাঁদ আজ ফিকে আদতেই
কোনখানে অবারিত ঈদখুশি নেই,
তবু আজ সব শিশু ঈদ চাই ঈদ
ঝুরঝুরে ফুরফুরে সুখের ঝলক।।