Tumi Ele Kamliwala Lyrics
- Genre:Spirituals
- Year of Release:2024
Lyrics
তুমি এলে জুলুমাতের পর্দা ছিড়ে
পথহারা সাহারা পেলো রহম ফিরে
সারাজাহান উঠলো মেতে
উঠলো মেতে হুরমালা
তুমি এলে কামলিওয়ালা
দিকে দিকে হয় উজ্বালা
হাজার রাতের জুলুমবাজের পাষন্ড তরবারি
পড়লো ভেঙে উঠলো জেগে সত্যেরও সঞ্চারি
দিক বিদিকে ছুটলো আওয়াজ
লা-শারীক- আল্লাহ।।
তুমি এলে কামলিওয়ালা
দিকে দিকে হয় উজালা।
আরব আজম তুর্কী তুরান জানলো তোমার শান
মিশর ইয়ামান পার্সি রোমান পৌছালো ফরমান।
জাহেলিয়ার তীব্র আগুন নিভলো অবশেষে
দ্বীন কায়েমের পূন্য তরী ভিড়লো দেশে দেশে।
দিক বিদিকে ছুটলো আওয়াজ
লা-শারিক আল্লাহ
তুমি এলে কামলিওয়ালা
দিকে দিকে হয় উজালা