Muchki Hasir Hasnahena Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
মুচকি হাসির হাসনাহেনা
ফোটাও তোমার মুখে
তার সুবাসে জীবন তোমার
ভরবে অথৈ সুখে
মুচকি হাসির ঘ্রাণে
খুশির খবর যায় ছড়িয়ে
হাজার কোটি প্রাণে
ভালোবাসার রঙিন সুতোয়
যে হাসিটা দোলে
সে হাসিটা দিতেও পারে
অনেক বিপদ রুখে।
মুচকি হাসি অসীম অপার
সদকা হয়ে যায়
শুভ্র মেঘের ভেলার মতো
সোহাগ বয়ে যায়।
মুচকি হাসির প্রেমে
আকাশ থেকে জোছনা মুখি
চাঁদও আসে নেমে
মনের মোহন মায়ার চিঠি
যে হাসিটা খোলে
সে হাসিটা সাহস যোগায়
দুকূল ভাঙা দু:খে।