![Subhe Sadik](https://source.boomplaymusic.com/group10/M00/12/02/0c55db1306634dabac23f3e1b9adebc2H1500W1500_464_464.jpg)
Subhe Sadik Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
সূর্য উঠার পরে যদি
ভাঙে তোমার ঘুম
সুবহে সাদিক ভোরের পাখির
পাবে না তো চুম
মুয়াযযিনের মধুর সুরে
না দাও যদি সারা
দেখবে না তো নিত্য নতুন
দৃশ্য নজর কাড়া
জাগুক পাখি ভাঙুক তোমার
শিতল হাওয়ার ঘুম
আসসালাতু খইরুম মিনান্নাউম
রাত্রি জেগে জেগে তুমি
ঘুম কেড়ো না চোখের
তাইলে রোগে ভুগতে হবে
আসবে রে দিন দুখের
মনে রেখো ঘুমের জন্য
রাত দিয়েছেন আল্লাহ
শান্তি পাবে হালকা হবে
মনের বোঝার পাল্লা
যাওরে শুয়ে তাড়াতাড়ি
জাগতে ভোরে বিছান ছাড়ি
তবেই পাবে খোদা তায়ালার
নিয়ামাতের ধুম
শেষ রাত্রে যেগে উঠো
থেকো না আর শুয়ে
পাক পবিত্র হয়ে পড়ো
খোদার কাছে নুয়ে
রাতের শেষে খোদার পানে
দাড়াও জায়নামাজে
খালেস দিলের সকল চাওয়া
আসবে তোমার কাজে
কমল হৃদে মধুর সুরে
পড়ো রে পাক কুরআন
জান্নাতেরই সুঘ্রাণ পাবে
তৃষ্ণিত এই পরান
গভীর রাতের ইবাদাতে
সয়ং খোদা থাকেন সাথে
এই রহমত পাওয়া থেকে
হইয়ো না মাহরুম