Hridoyer Tuli Lyrics
- Genre:Country
- Year of Release:2024
Lyrics
হৃদয়ের তুলি যেখানেই রাখি
একটাই রঙ আসে-
আঁকা হয়ে যায় লাল-সবুজের
পতাকাটা অনায়াসে।।
ভায়ের রক্ত ঘাসের চাদরে
এখনো ছড়ায় ঘ্রাণ
প্রতি পদে পাই জেগে আছে ওরা
নীল কমলের প্রাণ
আমার চোখের তারায় আজো তো
তাঁদেরই স্বপ্ন ভাসে।।
দোয়েলের গান কোয়েলের সুর
হিজলের ঘন ছায়
ঘুমিয়েছে ওরা পরম আদরে
এ মাটির মমতায়!
এই তুলি ছুঁলে চোখের নদীতে
নামে বেদনার বান
গেয়ে ওঠে সব সাগরের ঢেউ
বাংলাদেশের গান
এক আখরেই ফুটে শত ফুল
মালা হতে ইতিহাসে।।