
Obarito Sowgat Lyrics
- Genre:Islamic Music
- Year of Release:2024
Lyrics
অবারিত সওগাত নিয়ে দুনিয়ায়
ইহতিসাবের মাস এসেছে আবার
পূণ্যের নূরে করো পাপকে বিদায়
শুদ্ধ হৃদয় করো ওহে রোযাদার।
পবিত্র মাস এলো কুরানের মাস
খালিস নিয়তে করো আমলের চাষ
তোমার মাবুদ তাতে হয়ে সন্তোষ—
অগণিত নেয়ামাত দেবে উপহার।
ঈমানের সাথে রোযা রাখলে মুমিন
পূর্বের পাপখাতা মাফ হয়ে যায়
সুপারিশ করে রোযা হাশরের দিন
বান্দাকে নিয়ে যাবে সুখ মোহনায়।
রোযার মাসেও যার পাপ জমা রয়
তারচেয়ে হতভাগা আর কেহ নয়
সিয়াম-কিয়ামে যেই দেবে মনোযোগ—
তার শানে খোলা হবে রাইয়ান দ্বার।