Rokto Makha Bornomala Lyrics
- Genre:Country
- Year of Release:2024
Lyrics
আমার দেশে
ফাগুন আসে রক্ত রাঙা
ফুলের বেশে
সেই ফাগুনের আগুন বুকে
কাঁদে আমার মা
রক্ত মাখা বর্ণ মালা
ভুলতে পারে না।।
এই ফাগুনে ফোটে যখন শাখাভরা ফুল
মায়ের ভাষায় স্বপ্ন আশায় খুশিতে মশগুল
আমি তখন চেয়ে দেখি
জলে ভরা মায়ের আঁখি
শিমুল জবা রক্ত চূড়া
কি সব ছলনা।।
কোমল হাতে শীতল প্রাতে তুলি দুটি হাত
বর্ণমালা আনলো যারা দাও প্রভূ নাজাত।
যারা দিলো মুখের ভাষা
দিলো প্রাণে স্বপ্ন আশা
রাখো সুখে ঐ পারেতে
করি কামনা।।