![Niharika Jochnay](https://source.boomplaymusic.com/group10/M00/11/28/0d137b6c248a487dba39edc736fd69b2H1500W1500_464_464.jpg)
Niharika Jochnay Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
নীহারিকা জোছনায় হাসে অবিরাম
দখিনায় দোল খায় এক থোকা নাম,
ওরা নীল ঝরোকায় সুগন্ধি কফিন-
সুরভিত বাগিচায় ফুল অভিরাম।।
•
কোরানের সম্মানেই লিখে দিলো প্রাণ
ঢেলে দিলো পাঁজরের তরতাজা খুন,
আজো পাই পোড়া সেই বারুদের ঘ্রাণ
বুকে জ্বলে অবিরত ক্ষোভের আগুন।
জীবনের বিনিময়ে জান্নাতী উঠোনে
নিশ্চিত লিখেছে ওরা সুখ পরিণাম।।
•
প্রিয় শহীদ সেলিম রাশিদুল হক
কিশোর শীষ মোহাম্মদ শাহাবুদ্দীন,
আলতাফ নজরুল মোক্তার হোসেন
আলোকিত ফুল আরো শহীদ মতিন।।
•
ওরা পাবে কুসুমিত ঘাঁসের জাজিম
শারাবান তাহুরার সুখের নহর
চোখের প্রশান্তি দেবে রাব্বুল আজিম,
নিরাপদ পাবে ওরা ঘুমের শহর।
বৃথা যেতে পারে নাতো ওদের কাহিনী-
রাজপথে ঝরে পড়া কপালের ঘাম।।