![Meshker Ghran](https://source.boomplaymusic.com/group10/M00/11/28/c9f825254cee42adb3dff7db649f6a7cH1500W1500_464_464.jpg)
Meshker Ghran Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ
মনগুলো হয়ে গেছে মোতির বাগান
উঠোন ভরেছে শুধু রহমের ফুলে
বারাকার সুর তোলে এলো রমাদান।।
মালিক দিয়েছে এঁটে আগুনের দোর
এবার ফোঁটাও চোখে নাজাতের ভোর
শয়তান কারাগারে দু'পায়ে শেকল
এসো গাই একসাথে তাকওয়ার গান।।
সিয়ামের দিন আর কিয়ামের রাত
নেকিফুলে ভরে নাও এসেছে বরাত
এই মাস চলে গেলে আমল বিহীন
পাবো না নাজাত আর যতো তুলি হাত!
সেজেছে নতুন করে বাগিচার ঘর
রোজাদার পাবে শুধু রাইয়ানী বর
পোড়াও এমন করে গুনার পাহাড়
মালিকের হাতে যেন মেলে প্রতিদান।।