![Istighfar](https://source.boomplaymusic.com/group10/M00/11/28/9a340f87c7384cf6ab0864d3cda8db67H1500W1500_464_464.jpg)
Istighfar Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
সুবহানাকা আল্লাহুমা
রব্বানা ওয়াবি হামদিকা
আল্লাহুম্মাগফিরলি
তোমার পবিত্রতা ঘোষণা করছি
তোমার প্রশংসা গুণগান করছি
হে আমার রব
তোমার করুণা বলে
রহমের শুধা ঢেলে
আমাকে ক্ষমা করে দাও
মাফ করে দাও
প্রতিদিন প্রতিক্ষণ তোমার অবাধ্য
হই আমি জেনে বুঝে না বুঝে
তবুও তোমার রহম করমে
লালন পালন করো আমাকে
তোমার তুলনা শুধু তুমি রহমান
কে আছে তোমার মতো এমন মহান,
অবাধ্য বান্দাকে সুপথ দেখাও
হে আমার রব
জ্ঞান গরিমা দিলে দিলে কত সম্মান
না চাহিতে দিলে কত নেয়ামাত
তবুও তোমার শোকর না করে
ডুবে আছি পাপাচারে দিবারাত
তবুও তোমার দয়া পাই অফুরান
আলো বায়ু রিজিক করে যাও দান
দান করো অকাতরে যে যা চাহে সব
হে আমার রব