Jummah Lyrics
- Genre:Islamic Music
- Year of Release:2024
Lyrics
বৃষ্টি ফোটায় রহম ঝরে জুময়াবারের দিনে
আসুন সবাই মাসজিদে যাই বেহেস্ত নেই কিনে
বরকতেরই রহম বিলায় আলোর হাসির মতো
আরাফাতের মিলন মেলা ডাকছে অবিরত
সাপ্তাহিকী হজের সওয়াব লুটাবো এই দিনে
জুমআ মানে গুণাহ মাফের ক্ষণ
খুতবাহ শুনে দিনের পথে যায় এগিয়ে মন
খুতবা শুরু হওয়ার আগেই হাজির হওয়া চাই
খুতবা শুরুর পরে গেলে বাড়তি সওয়াব নাই
ঈদের মতো খুশির ঝিলিক ছড়াবো এই দিনে।