Aj Achi Fulkoli Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
আজ আছি ফুলকলি কাল যে হবো ফুল
ঘ্রাণে ঘ্রাণে পৃথিবীটা করবো যে আকুল।।
আমাদের চারামন ভীষণ নরম
আদর সোহাগে চাই যতন পরম
শাসনে বারণে রেখো করি যদি ভুল।।
পাই যদি ভালোবাসা মমতার ছাদ
একদিন ফুটে হবো দ্বাদশীর চাঁদ!
আমাদের সবগুলো পাপড়ি ফুটুক
গুন গুন করে এসে ওলিরা জুটুক
হেসে হেসে দোল খাবে গাবে বুলবুল।।