Ek Fali Chad Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
ঐ শাওয়ালের এক ফালি চাঁদ
আনলো সুসংবাদ
ঈদ মুবারাক ঈদ মুবারাক
ঈদ মুবারাক বাদ
দিকে দিকে খুশির হাওয়া
বইছে দিবস রাত
আরশ হতে ধরার বুকে
জান্নাতী সওগাত
রোজাদারের জন্যে এ দিন
অপার নিয়ামাত
ছোট্ট বড় নাই ভেদাভেদ
এক কাতারে ঈদগাহে
অসহায়ে বিলিয়ে দিবো
তার হুকুমে তার রাহে
পাপের বোঝা জালিয়ে দিয়ে
আসলো শুভ দিন
ভালোবাসার আলিঙ্গনে
আজ সবই রঙ্গিন
ন্যায়ের পথে এগিয়ে যাবো
রাখবো হাতে হাত