Futlo Eider Ful Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
মন বাগানে ঘ্রাণ ছড়িয়ে
ফুটলো ঈদের ফুল,
গাইছে আরো বনে বনে
পাপিয়া বুলবুল৷
খুশির ধারা বইছে দেখো
আজকে চারিপাশ,
ছোট বড়ো সবার মনে
আনন্দ উল্লাস।
যাক না সরে জমে থাকা
দুঃখেরই মাস্তুল
গানে গানে শুভেচ্ছা নাও
সকল ভাই ও বোন,
ধনী গরীব সবার ঘরে
ঈদের আয়োজন।
আতর সুরমা গায়ে মেখে
সাজবে নতুন সাঁজ,
সিয়াম শেষে ঈদ এলো রে
বেহেস্ত্ হতে আজ।
ঈদের আমেজ যাক ছড়িয়ে
একূল ও ওকূল.
পরস্পরে ভালোবাসার
দাও সকলে তাগিদ,
যাও ভুলে সব রাগারাগি
অহংকার ও জিদ।
হবেন খুশি আল্লাহ'তালা
মোদের ই উপর,
নামাজ শেষে আলিঙ্গনে
কাটবে উদুল ফিতর।
ঈদ উসিলায় ভেঙে ফেলো
আছে যতো ভুল....ঐ