Jhoro Hawa Lyrics
- Genre:Pop
- Year of Release:2021
Lyrics
হঠাৎ করে আসবে বুঝি
একটা ঝোড়ো হাওয়া
জমাট বাধা মেঘেদের কাছে
আমার একটু চাওয়া
হাওয়ায় হাওয়ায় দিন ফুরোবে
ভেসে যাবে ঘুম
দুঃখ ভুলে হাসবে মানুষ
বাজবে সুখের সুর
দুঃখগুলো ঝড়বে দু'চোখে
কষ্টের বরফ গলে
চিৎকার, হাহাকার
প্রয়োজন নেই তার
শান্তি আসবে ফিরে
হাওয়ায় হাওয়ায় দিন ফুরোলো
ভেসে গেল ঘুম
দুঃখ ভুলে হাসলো মানুষ
বাজলো সুখের সুর