Ami Ke? Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
আমার যত চাওয়া আঁধার হয়ে আসে
পাইনা কাউকে পাশে আমায়
ধরে রাখবে কে?
তোমার স্বপ্ন ঘিরে আমার স্বপ্ন আঁকা
তোমার বর্ণ দিয়ে আমার স্মৃতি রাঙ্গিয়ে
দেয় কে?
একটাই প্রশ্ন আমার ভেতরে
আমি কে?
আমি কে?
আমি কে?
আমি কে?
আমার মৃত ভাবনা আমার কাছে থাকুক
তোমার প্রিয় গানটা আমার তালে যাক বেজে
মনে
চাইনা কাউকে পাশে আসবে যেই আসে
আমার গল্প শুনে কাঁদে আর হাসে যে
কি লাভ হয়েছে নিজেকে হারিয়ে?
আমি কে?
আমি কে?
আমি কে?
আমি কে?
আমার দুঃখগুলো আলো হয়ে আসে
আমার ভালোবাসা আমার জন্য থাক বেঁচে
হৃদয়ে
জেগে উঠি আমি আপন শক্তি নিয়ে
লেখা হয় এই গান
আমার গুনগুনের সুরে
কি লাভ হয়েছে নিজেকে হারিয়ে?
আমি কে?
আমি কে?
আমি কে?
আমি কে?
আমি কে?
আমি কে?
আমি কে?
আমি কে?