Roddur Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
ঝম ঝম ঝিমলি রোদ্দুরে
ঝাপ দেই মন পাখা খুলে
রোদ্দুর আয় তোর সাথে খেলি
কমলা ফুলের সে জলকেলি
ঝম ঝম ঝিমলি রোদ্দুরে
ঝাপ দেই মন পাখা খুলে
রোদ্দুর আয় তোর সাথে খেলি
কমলা ফুলের সে জলকেলি
সেঁকে নি নিধুয়া পাথারে
দুঃখ কথা ভুলে যাই ছোটকাজ নিচু কথা
রোদ্দুর ওঠে পর মনের পর ঘরে পথভোলা বন্দরে অন্তরে
চল ভুলে যাই ছোট কাজ নিচু কথা
চল ভুলে যাই স্যাতসেঁতে মনোব্যাথা
ঝাপ দেই মন পাখা খুলে
চল বলি বৃষ্টিকে বিদায়
আর গান গাইবোনা নিয়ে তোমায়
বৃষ্টি তুমি বড় বেশি সুরেলা
বড়বেশি একঘেয়ে এই পথচলা
রোদ্দুর ওঠে পর মনের পর ঘরে পথভোলা বন্দরে অন্তরে
সেঁকে নি নিচু কাজ নিচু কথা চলভুলি স্যাতসেঁতে মনোব্যাথা
ঝম ঝম ঝিমলি রোদ্দুরে
ঝাপ দেই মন পাখা খুলে
ঝম ঝম ঝিমলি রোদ্দুরে
ঝাপ দেই মন পাখা খুলে