Tumi Ar Nei She Tumi Lyrics
- Genre:Pop
- Year of Release:2015
Lyrics
তুমি আর
তুমি আর
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়
জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে
তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়
জানি না
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তোমার সাপেরও বেনী দোলে না
দোলে না হাওয়ার বাঁশি শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরও গর্জনে
তোমার সাপেরও বেনী দোলে না
দোলে না হাওয়ার বাঁশি শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরও গর্জনে
গুনগুন গুনগুন করো না অসময়
গুনগুন
গুনগুন গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি