Obhiman Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
যদি ভালোবাসো বুঝতে তুমি কি চাও?
হাসিমুখের ভেতরটা একটু কি দেখতে চাও?
না চাইলে থাকুক আমি বলবোনা কিছুই
নিজের গভীরে রেখে দিবো সবটুকুই
আমি বুঝি তোমার করার নেই কিছু
আমি বুঝি তোমার করার নেই কিছু
আমার দুঃখগুলো এসে আমায় বলে
তুমি পারবেনা
তুমি পারবেনা
আমার অশ্রুগুলো যখন ঝড়ে পড়ে
আমি কেঁদে যাই
শুধুই কেঁদে যাই
কান্না শেষে শান্তি আসে
নিজেই থাকি নিজের পাশে
বুঝি ভুলগুলো আমার-ই
মুখ ফুটে কেন বলিনি?
কষ্ট আমি পেয়ে গেছি
খুব সহজেই
তোমার কোন দোষ নেই
তোমার কোনই দোষ নেই
তাই গভীরে রেখে দিবো
সবটুকুই
আমি বুঝি তোমার করার নেই কিছু
আমি বুঝি তোমার করার নেই কিছু
আমার দুঃখগুলো এসে আমায় বলে
তুমি পারবেনা
তুমি পারবেনা
আমার অশ্রুগুলো যখন ঝড়ে পড়ে
আমি কেঁদে যাই
শুধুই কেঁদে যাই
কান্না শেষে শান্তি আসে
নিজেই থাকি নিজের পাশে
কান্না শেষে শান্তি আসে
নিজেই আছি নিজের পাশে