Ayeer Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
ষেই দিনটার কথা মনে পড়ে যায়
চুপচাপ ডুবে আছি বোধহীনতায়
তোমার সেই প্রশ্ন কেন আমি?
আমার উত্তর আমি না জানি
তুমি বলেছিলে এইতো ক'দিন
তুমি আর আমি হব রঙিন
আমার হৃদয় হয়তো বলবে
তুমি আমার সাথে চলবে
তুমি নির্মল তুমি সত্য
যা কিছু সুন্দর তুমি পবিত্র
তুমি নির্মল তুমি সত্য
যা কিছু সুন্দর তুমি পবিত্র
তুমি বললে সাতদিন আগে
দিয়েছি মন অন্য কাউকে