Kono Bhabona Nei Lyrics
- Genre:Pop
- Year of Release:2021
Lyrics
সবকিছু যাচ্ছে ভালো
আমার প্রিয়ার মুখে হাসি নেই
সবকিছু যাচ্ছে ভালো
আমার প্রিয়ার চোখে ঘুম নেই
যদি পারতাম
চলে যেতাম তোমার কাছে
ভালোবাসা নিয়ে হাতটা বাড়িয়ে
আলতো করে চুলটা সরিয়ে
চোখে চোখ রেখে আমি বলতাম
কোন ভাবনা নেই
কোন ভাবনা নেই
আমরা যদি একসাথে থাকি
কোন ভাবনা নেই
কোন ভাবনা নেই
দূরে থেকেও কাছাকাছি
কোন ভাবনা নেই
জানি আমি সকলেই চলে যায়
জানি তোমার হঠাৎ ভয় হয়
মানুষটা চলে গেলেও
থেকে যায় ভালোবাসাবাসি
কোন ভাবনা নেই
কোন ভাবনা নেই
আমরা যদি একসাথে থাকি
কোন ভাবনা নেই
কোন ভাবনা নেই
দূরে থেকেও কাছাকাছি
কোন ভাবনা নেই