Shobchup Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
সব শব্দ
চুপ হয়ে যায়
চুপ হয়ে যায়
সময় স্থির হয়ে যায়
স্থির হয়ে যায়
জাগ্রত আমার এ হৃদয়
আমার এ হৃদয়
নিহত যা ছিল পরিচয়
যা ছিল পরিচয়
যখন আমি বসে বসে একা একা ভাবি
সামনেই দরজাটা নেই তার চাবি
কে আছে কে নেই হিসাব না রেখে
চলে যাই বাহিরেতে রোদের আলো মেখে
ঘাসের চাদরে মোড়া প্রিয় সেই মাঠ
আঁধারের ঘনঘটা সেই কালো রাত
ভুলে যাই আমি কি এক আর দুই
ভুলে যাই আমি কে আমি আর তুই
যখন তোমার কথা খুব মনে পড়ে
পুরাতন স্মৃতিগুলো সব ঘরে ঘরে
জাগায় বিষণ্ণ করুণ এক সুর
আমায় যে যেতে হবে আরো বহুদূর
ছেড়ে দিয়ে সবটুকু পাওয়ার আশায়
বারবার ডুবি চোরাবালি হতাশায়
গভীর থেকে গভীরে যেতে যেতে
নিঃশব্দটাই শুনি কান পেতে
আঁধারের বুক চিড়ে সেই এক আলো
বোঝায় যে নেই কোন খারাপ আর ভালো
আমি আর তুমি আর তারা আর সে
ভালোবাসি সকলকে খুব আবেগে
ভালোবাসি সকলকে খুব আবেগে
ভালোবাসি ভালোবাসি সকলকে খুব আবেগে
সব শব্দ
চুপ হয়ে যায়
চুপ হয়ে যায়
সময় স্থির হয়ে যায়
স্থির হয়ে যায়
জাগ্রত আমার এ হৃদয়
আমার এ হৃদয়
নিহত যা ছিল পরিচয়
যা ছিল পরিচয়