Mon Bhalor Gaan Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
আমার ঘরের কোণে পড়ে থাকা
পুরোনো কোন ছবি
আমার চোখের জলে মুছে যাওয়া
সেসব অনুভূতি
কৃতজ্ঞতা জানাই আমি তোমাকে
পাশে ছিলে তুমি
কৃতজ্ঞতা জানাই আমি তোমাদের
মন ভালোর গানে
আমার পাশে আজো কেউ নেই তবু
আছে আমার সবই
চাঁদের আলোয় মাখা রবির কিরণে
আজ এক নতুন দিন।
নির্ঘুম কালো আঁধার রাত শেষে
শীতল হাওয়া বহে
কুয়াশারি চাদর মুরি দিয়ে
ভোরের পাখি ডাকে
কৃতজ্ঞতা জানাই আমি তোমাদের
সুরে, অভিমানে
জেগে উঠি আমি কি এক শূণ্যতায়
ভালোবাসার টানে
আমার পাশে আজো কেউ নেই তবু
আছে আমার সবই
চাঁদের আলোয় মাখা রবির কিরণে
আজ এক নতুন দিন