Mon Kharaper Gaan Lyrics
- Genre:Pop
- Year of Release:2021
Lyrics
বসে আছি অনেকক্ষণ
মন ভালো নেই আমার
যাবোনা ওখানে
আজ আমার একা থাকা দরকার
সারা দিনে আজ
অনেকগুলো কাজ
কাজ গুলোকে ফেলে
যাবো কোথাও চলে
যাবো না ওখানে আমি
কাজ গুলো করব না আমি
ভেবে যাব আপন মনে
ঘরের সেই চেনা কোণে
যাবোনা ওখানে
আজ আমার একা থাকা দরকার
যাবোনা ওখানে
আজ আমার একা থাকা দরকার
যাবোনা যাবোনা যাবোনা
আজ আমার একা থাকা দরকার
একা থাকা দরকার
একা থাকা দরকার
একা থাকা দরকার
একা থাকা দরকার