Tomar Kache Amar Lyrics
- Genre:Pop
- Year of Release:2021
Lyrics
তোমার কাছে আমার যে আর
নাই যে কিছু চাওয়া আমার
নাই যে কিছু চাওয়া
আমার দুঃখগুলো
আমার কাছেই থাকরে বন্ধু
আমার কাছেই থাক
দুঃখের কথা বলবো কারে
শোনার কেহ নাই আমার
শোনার কেহ নাই
সুখ-দুঃখেরই এই জগতে
দুঃখেরই ঠাই নাই রে আমার
দুঃখেরই ঠাই নাই
তোমার কাছে আমার যে আর
নাই যে কিছু চাওয়া আমার
নাই যে কিছু চাওয়া
তাইতো আমি সুখের আশায়
ঠাই যে বসে রই আমি
ঠাই যে বসে রই
দূঃখের আগুন নিভে গেলে
দুঃখের আগুন নিভে গেলে
তোমাদেরে কই রে আমি
তোমাদেরে কই
তোমার কাছে আমার যে আর
নাই যে কিছু চাওয়া আমার
নাই যে কিছু চাওয়া
তাইতো রে আজ সুখের সুরে
দুঃখেরই গান গাওয়া আমার
দুঃখেরই গান গাওয়া
তোমার কাছে আমার যে আর
নাই যে কিছু চাওয়া