Ektu Prokash Koro Lyrics
- Genre:Pop
- Year of Release:2021
Lyrics
একটু প্রকাশ করো
একটু প্রকাশ করো
বুকের ভেতর যত হাহাকার
শোঁ শোঁ শব্দ
জানতে দাও মনের কষ্ট
আমিও যে দুঃখী তোমার-ই মত
ভয় কোরোনা জানি আমি
নিষ্ঠুর নিরস্রু
একটু প্রকাশ করো
একটু প্রকাশ করো
আমিও যে কাঁদতে চাই
চোখের জলে ভাসতে চাই
তোমার কাছে আসতে চাই
ভরসা করো
ভরসা করো
বিষণ্ন নিথর অনুভবের চেয়ে
কান্না যে অনেক ভালো
ধূসর রঙ্গিন মরিচীকার চেয়ে
এই পৃথিবী
হোক কালো
হোক কালো
হোক কালো
হোক কালো