![Amar Pagol Pagol Mon Ta Re ft. AF Saikot](https://source.boomplaymusic.com/group10/M00/10/04/2fd09e09a1e64ae585964e5316122866H3000W3000_464_464.jpg)
Amar Pagol Pagol Mon Ta Re ft. AF Saikot Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
আমার পাগল পাগল
মনটারে জিন্দাই দিলি কবর।
পাষাণ রে তুই মরার আগে
নিলি না খবর।
এখন আমি রাত্রি কাটাই,নিয়ে স্মৃতির চাঁদর ।
আতর গোলাপ দিলি না তুই
দিলি কষ্টের মালা
ভালোবাসায় খাঁদ ছিলো তোর,
প্রেমে শুধু জ্বালা।
এখন আমি তোর জন্য
কান্দি রাতভর।
কলিজাটা পোড়া আমার
চোখের জলে নেভে না
ভাবিনি রে আমার সাথে
করবি এমন ছলনা।
স্মৃতি গুলো শুধু কাঁদায়
সুখ হলো না আমার।