Na Bujhiya Koira Pirit ft. AF Saikot Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
নিজের ভুলে হইলাম দোষী
দোষ দেবো আর কারে,
না বুঝিয়া কইরা পিরিত
কান্দি দ্বারে দ্বারে।
ভুলে ভুলে জীবন গেলো
হইয়া গেলো শেষ,
একলা ছিলাম ভালো ছিলাম
ছিলাম আমি বেশ।
আপন করে চাইলাম যারে
পাইলাম না তারে।
ভুলের মাশুল দেবো এখন
দেবো চোখের জলে,
কি এমন ক্ষতি হতো
তুমি আমার হলে।
ভেবে এখন পাই'না কুল
ভাবি বারে বারে।