Tumi Tomar Motoi Theko ft. AF Saikot Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
বাবু, সোনা বলো আর জান বলেই ডাকো
আসবো নাতো ফিরে এ কথা জেনে রেখো
তুমি তোমার মতোই থেকো আমি দূরে চলে যাবো
বলেছিলে আমি ছাড়া নেই কিছু জীবনে
আমি শুধুই পর হয়েছি সেই তোমারি কাছে।
ফিরে এলেও আবোরো, ভেবো না মেনে নেবো
তুমি তোমার মতোই থেকো আমি দূরে চলে যাবো।
আসবো নাতো ফিরে, এ কথা জেনে রেখো।
দূরে থেকেও তোমাকেই বেসে যাবো ভালো,
ভালোবাসা নয়তো সেটাই, তুমি যেটা ভাবো।
আমি শুধু মনে মনেই তোমায় নিয়ে রবো,
তুমি যাকে নিয়ে আছো তুমি তাকে নিয়েই থেকো,
আসবো নাতো ফিরে এ কথা জেনে রেখো।