Vabi Na R Kauke Niya Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
আমার মনে নাইরে জায়গা কাউকে দেয়ার মত, বুকটা আমার হইয়া গেছে অনেক আগেই ক্ষত, রে
এখন আমি একা আছি,একা নিজের মত....
ভাবি না আর কাউকে নিয়া এখন আগের মত রে
জীবনের এই কঠিন মঞ্চে কেউ তো কারো নয়,
তোমায় দেখার পরে আমার তাইতো মনে হয়,
সুখের সময় পাশে ছিলে আপনেরই মত,
ভাবি না আর কাউকে নিয়া....
প্রেম প্রীতি ভালোবাসা আমার জন্য নয় তো, ভালোবাসা বেচাকেনা হয় পণ্যের মতো।।
সুখ দিয়ে ভালবাসা কিনতে চেয়ে যত, দুঃখ কষ্টে ভরে গেল জীবন আমার ততো,
ভাবি নাই আর কাউকে নিয়ে....