![Mon Tui Kadish Na](https://source.boomplaymusic.com/group10/M00/02/03/63201fc5de5648efad96a6327efb569b_464_464.jpg)
Mon Tui Kadish Na Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
ও মন তুই কাঁদিস না, সে এখন তোর না,
যত কথা দিয়েছিল, কিছুই সে রাখল না,
এত বোঝাই মন তোরে তুই কেন বুঝিস না ।।
মন তারে সব দিয়া তার মন পাইলি না,তার মনে অন্য কেউ তুই তো কভু ছিলিনা ।।
সারা জীবন থাকবো পাশে বলেও সে তো থাকলো না ।
মন তোরই বিশ্বাসেরই দাম সে দিল না,কাছে এসে আপন সেজে করে গেল ছলনা ।।
সারা জীবন থাকবো পাশে বলে সে তো থাকলো না ।