Tui To R Bujhlina Re ft. AF Saikot Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
যতই দূরে থাকি আমি তোর খেয়ালে থাকি,
নয়ন মাঝে না রাখিলেও অন্তরাতে রাখি,
তুই হয়তো ভাবিস বন্ধু ভুইলা গেছি তোরে,
তুই তো আর বুঝলি নারে তোর জায়গা অন্তরে ।
আমার যত স্বপ্ন যত আশা সবই ছিল তোর জন্য,
ভাংলি রে তুই স্বপ্নের বাসা ।।
ওরে ভুল বুঝিয়া পাষান বন্ধু,
পর করিয়া দিলি আমায়, বুঝলিনা এই মনের ভাষা ।
আমায় কি তুই খেলনা ভাবিয়া, রাখলিরে আন্ধারে ,
তুই তো আর বুঝলি নারে তোর জায়গা অন্তরে ।
ওরে বুঝবি যেদিন কাঁদবি সেদিন নয়ন ভরিয়া,
চাইবি সেদিন আমাকে আবার নতুন করিয়া ।।
ততদিনে হয়তো আমি মরিয়া যাইবো , মাটির নিচে চিরনিদ্রায় ঘুমাইয়া রইবো ।
কোথাও খুঁজে আর পাবি না,
ঠিক পাবি হাশরে ।
তুই তো আর বুঝলি নারে তোর জায়গা অন্তরে ।