![Dur Akasher Chad Bondhu](https://source.boomplaymusic.com/group10/M00/01/03/5f5356f6e7374de29d4364f395981a53_464_464.jpg)
Dur Akasher Chad Bondhu Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
তোরই সাথে কইরা পিরিত কান্দি নিরালায়,
একলা করে চলে গেলি মরছি প্রেম জ্বালায়,
পর মানুষকে বুকে নিয়ে আছিস বন্ধু সুখে, বুকে জ্বলে চিতার আগুন ভাসি দুঃখের স্রোতে (আমার) ।।
এই জীবনে হয়তো আর পাব না রে তোমায়,
পরজনমে খোদা যেন দেয় গো করে আমায়,
নিঠুর বন্ধু কষ্ট দিলি মরছি ধুকে ধুকে ।।
দূর আকাশের চাঁদ বন্ধু যায় না তোরে ধরা,
তোরে ছাড়া বেঁচে আছি জ্যান্ত হইয়াও মরা,
নিঠুর বন্ধু কষ্ট দিলি মরছি ধুকে ধুকে।।