![Ki Kore Tomay Vule Thakbo ft. AF Saikot](https://source.boomplaymusic.com/group10/M00/06/04/b5c65e7fa626478a97661fb148ec1033_464_464.jpg)
Ki Kore Tomay Vule Thakbo ft. AF Saikot Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
তুমি চলে যাবে যাও
ভেবোনা তোমায় পিছু ডাকবো
শুধু বলে যাও কি করে
তোমায় ভুলে থাকবো।।
বুঝে গেলাম আমি
তোমাকে ভালো বাসার
অধিকার নেই আমার
সপ্ন দেখা তাই শেষ হলো এখানেই
জেনে রেখো তুমি
তোমাকে ভেবে ভেবে
বাকিটা জীবন করবোপার
তার পর না হয় ওপারে দেখা
হবে আবার
এভাবে জনম জনম তোমার স্মৃতি বুকে রাখবো।