![Jontronar Golpo](https://source.boomplaymusic.com/group10/M00/01/27/7687f3f8c8ee47e2a929745ae20bda46_464_464.jpg)
Jontronar Golpo Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
এই বুকেতে থাকুক যতোই
দুঃখ যন্ত্রণা
সেই যন্ত্রণার গল্প শুনতে
তোরে ডাকবো না,,
তুই তো জানি অন্য কারো
আমার হইবি না
বারে বারে ডাইকা তোরে
ব্যথা সইবো না।।
ডাকবো নারে আর কোনদিন
তোরে ডাকবো না।।
তুই তো পাখি খুঁজিস শুধু
অন্য ঠিকানা
এই হৃদয়ের ভালোবাসা
আজও বুঝলি না,,
তোরে নিয়া সুখের স্বপ্ন
আর দেখবো না
বারে বারে ডাইকা তোরে
ব্যথা সইবো না।।
ডাকবো নারে আর কোনদিন
তোরে ডাকবো না
কাছে ডাইকা বারে বারে
ব্যথা সইবো না,,
বনের পাখি মনের ঘরে
পোষ মানে না
বারে বারে ডাইকা তোরে
ব্যথা সইবো না।।