![Tui Amar Jan Re ft. AF Saikot](https://source.boomplaymusic.com/group10/M00/01/26/4d3f4d242d954d9b9d7486a2ab30f1fe_464_464.jpg)
Tui Amar Jan Re ft. AF Saikot Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
কোনদিনও আমায় ছেড়ে যাস না রে
অন্য কাউকে আপন করে নিস নারে।
আপন করলি কথা দিলি রাখিস রে জবান ||
তুই আমার জান রে, তুই আমার জান।
তোরে না দেখিলে আমার বাচেনা
পরান।।
তুমি আমার ভাঙ্গা ঘরে আলো জ্বালাবি,
জনমের সাক্ষী হইয়া বুকে ঘুমাবি||
আদরে আদরে আমায় রাখিস বাধিয়া,
ওই পারেও একলা আমায় যাস না ছাড়িয়া।
আপন করলি কথা দিলি রাখিস রে জবান ||
তুই আমার জান রে, তুই আমার জান।
তোরে না দেখিলে আমার বাচেনা পরান ||
বিধি আমার লাগিয়া বানাইছে তোরে,
তুই আছিস আমার পুরো অন্তরটা জুড়ে ||
তোর লাগি হাসবো আমি, তোর লাগিয়া কাঁদিবো,
তোর লাগি দিতে হলে জীবন দেব রে।
আপন করলি কথা দিলি রাখিস রে জবান ||
তুই আমার জান রে, তুই আমার জান।
তোরে না দেখিলে আমার বাচেনা পরান।।