Rakhe Allah Mare Ke? Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
রাখে আল্লাহ মারে কে?
মারে আল্লাহ ছাড়ে কে?
রাখে আল্লাহ মারে কে?
রাজপথ ছাড়ে কে?
রঙের খেলায় গোধূলীর শেষ প্রান্তে
দূর আকাশে রক্তিম আভা ছড়িয়ে
কাছে কোথাও বিকট গোলাগুলির শব্দ
সাহস দেখে কেউ কেউ ভীষণ জব্দ
চারিদিক ভীষণ স্তব্ধ
গুলি লাগে শহীদের বুকে
রাখে আল্লাহ মারে কে?
মারে আল্লাহ ছাড়ে কে?
রাখে আল্লাহ মারে কে?
রাজপথ ছাড়ে কে?
আমাদের সাথে যে
যে ঘটনা রটনা ছলনা
কত কত মুগ্ধ শান্ত জ্যান্ত
তাজা যন্ত্রের তলে যে মরে যে
বাঁচে সে কাছে সে
জালিমের মন্ত্র ফেরাউন তন্ত্র
নিজেদের মাঝে যে কোটি কোটি টাকারে
করে ভাগ বণ্টন নিভু নিভু লণ্ঠন
জোর দিয়ে বসে যে দাবিয়ে পিটিয়ে
গুম-ভয় দেখিয়ে সব একচেটিয়ে
বাজারের মূল্য ঘরে কে তুললো
তা নিয়ে ভাবে কে?
জোর দিয়ে লেখে কে?
বড়লোকের খাজনা
করে দিয়ে মওকুফ বেওকুফ
পাড়া দিয়ে গরীবের কপালে
বড়লোক কে হলে?
দেখি দেখি আহারে
দেখি দেখি আহারে
(রাখে আল্লাহ মারে কে?)
চারিদিক ভীষণ স্তব্ধ
গুলি লাগে শহীদের বুকে
রাখে আল্লাহ মারে কে?
(রঙের খেলায় গোধূলীর শেষ প্রান্তে)
মারে আল্লাহ ছাড়ে কে?
(দূর আকাশে রক্তিম আভা ছড়িয়ে)
রাখে আল্লাহ মারে কে?
(কাছে কোথাও বিকট গোলাগুলির শব্দ)
মারে আল্লাহ ছাড়ে কে?
(সাহস দেখে কেউ কেউ ভীষণ জব্দ)
রাখে আল্লাহ মারে কে?
(চারিদিক ভীষণ স্তব্ধ)
রাজপথ ছাড়ে কে?