Chute Chay Mon Toke Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
মন চায় তোর
স্বপ্নে আসি রোজ
নীলিমার নীল মেখে
ছুঁতে চায় মন তোকে
হতে চায় পলকে
তোর মনে নিঁখোজ
সত্যি হোক এই চাওয়া
আপন করে কাছে পাওয়া
নিশিদিন প্রতিদিন
একেলা তুই বিহীন
বোঝেনা তুই হীনা
মনটা অবুঝ
চলতে চাই এক সাথে
হাত রেখে তোর হাতে
যদি চাস হাত বাড়াস
মন জুড়ে তোর আবাস
এই মনের ভাবনা
একটু খানি বোঝ