Amar Koilja Puira Kala Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
আমার কইলজা পুইড়া কালারে
বুকের ভিতর জ্বালারে
ডাকছে আমায়
সাড়ে তিনহাত ঘর
তুই আমার হইলিনা রে
হইয়া গেলি পর
আমার দুঃখে কান্দে আকাশ
কান্দে নদীর ঢেউ
স্বার্থপরের এই দুনিয়ায়
হয়না আপন কেউ
একলা জীবন জীবন নারে
মরু-বালুচর
ডাকছে আমায়
সাড়ে তিনহাত ঘর
স্বপ্ন দেখার আগেই আমার
স্বপ্ন ভেঙে যায়
এমন নিঠুর পাষান বন্ধু
দেখিনিতো হায়
নিখুঁত অভিনয়ের খেলায়
পোড়াইলি অন্তর
ডাকছে আমায়
সাড়ে তিনহাত ঘর