Bhalobashi Tomake Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
দু চোখ যেদিকে যায়
চলো চলে যাই
যেখানে তুমি আমি
ছাড়া কেউ নাই
ভালেবাসি খুব বেশি
ভালোবাসি তোমাকে
সারা জীবন জড়িয়ে রেখো
এমন করে আমাকে
ছোট ছোট চাওয়া পাওয়া
ছোট্ট সুখের নীড়
নানা রঙের স্বপ্ন গুলো
করবে যেথায় ভিড়
ভালেবাসি খুব বেশি
ভালোবাসি তোমাকে
সারা জীবন জড়িয়ে রেখো
এমন করে আমাকে
খুব যতনে এই হৃদয়ে
তোমায় রেখেছি
তোমার চোখে হাজার সুখের
স্বপ্ন দেখেছি
ভালেবাসি খুব বেশি
ভালোবাসি তোমাকে
সারা জীবন জড়িয়ে রেখো
এমন করে আমাকে