Buk Pajore Rokto Jhore Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
আমার বুক পাঁজরে রক্ত ঝরে
তোরে খুব মনে পড়ে
কেনো ফিরে আসলিনা রে তুই
তবু স্বপ্ন দিয়ে সাজাই তোরে
স্বপ্নগুলি ভাঙ্গার পরে
ভালোবাসা কান্না জলে ধুই
কেনো ফিরে আসলিনা রে তুই
কলিজাতে লিখলাম
পাশাপাশি দুটি নাম
আজ তার পরিণাম
দুঃখ পেয়ে কাঁদলাম
কেনো ফিরে আসলিনা রে তুই
বেদনাতে ডুবলাম
ডুবে ভেসে উঠলাম
তারপর কি পেলাম
কষ্ট নিয়ে থাকলাম
কেনো ফিরে আসলিনা রে তুই