Dukkho Re Tor Kothay Bari Ghor Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
দুঃখরে তোর কোথায় বাড়িঘর
ওরে দুঃখরে তোর কোথায় বাড়িঘর
জনম গেলো ভুলে ভুলে
যন্ত্রণাতে জ্বলে জ্বলে
এত বেশি কষ্ট কেন অন্তরের ভিতর
দুঃখরে তোর কোথায় বাড়িঘর
দুই চোখে দুই অশ্রু নদী
যায়রে বয়ে যায়
ফাঁকা ফাঁকা শূন্য লাগে
বুকের আঙিনায়
জনম গেলো ভুলে ভুলে
সব কথা কি সরাসরি
মুখে বলা যায়
কার কারণে সব হারালাম
হলাম অসহায়
জনম গেলো ভুলে ভুলে