Chokhe Jol Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
আমার এক চোখে স্বপ্ন থাকে
আরেক চোখে জল
তুই আমার দেহের ভিতর
দমের চলাচল
তুই আমার জীবন মরণ
দুঃখ সুখের কল্পনা
তোর-আমার ভালোবাসা
মিথ্যে কোন গপো না
আমার কাছে দেহ থাকে
প্রাণটা তোর কাছে
ভালোবাসার চেয়ে বড়
আর কি সুখ আছে
তোকে দিয়েই জীবন শুরু
তোকে দিয়েই সারা
তোকে ভেবে ভেবে আমার
মনটা পাগল পারা