Amolnama Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
আজরাইল এসে হাজির হইলে
পার পাবেনা আর
সব ছাড়িয়া যাইতে হবে
একলা পরপার
কিসের করো বাহাদুরি
নিঃস্বাসের নাই বিশ্বাস
আমলনামা ভারী করো
থাকতে দেহে নিঃস্বাস
পরের জমি করছো দখল
করে অবিচার
বানাইয়া দালানকোঠা
করছ অহংকার
কিসের করো বাহাদুরি
নিঃস্বাসের নাই বিশ্বাস
আমলনামা ভারী করো
থাকতে দেহে নিঃস্বাস
অনিয়মের হইবো বিচার
রোজহাসরে তোমার
বাঁচাইবো না সহায় সম্বল
হইলে কঠিন বিচার
কিসের করো বাহাদুরি
নিঃস্বাসের নাই বিশ্বাস
আমলনামা ভারী করো
থাকতে দেহে নিঃস্বাস