Ore Abeg Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2023
Lyrics
ওরে আবেগ
তুই দূরে যারে
সরে যারে
ভুলে যারে
যে ছিল আপন
কাদিয়ে যায়
আপন মানুষ
এই তো জীবন
স্বপ্ন ছিলো সাদা কালো
হলোনা রঙিন
আবেগের ছলনা
দিলো শুধু বেদনা
আবেগে কাটেনা তো দিন
বুকের খাচায় সুখ পাখি
দিলোনা তো ডাক
আবেগের কারনে
ডুবে যাই মরনে
ভালোবাসা দূরে পড়ে থাক