Ami Kandi Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
আমি কান্দি আমার দোষে
তোমারে হারাইয়া
চক্ষু মুছি দিবানিশি
নিজেরে পোড়াইয়া
মুখ দেখানোর নাই তো উপায়
ওগো পরান পাখি
সত্যি করে বলো আমায়
ক্ষমা করছো না কি
পবিত্র মন করছি নষ্ট
হয়ে অপরাধী
নিজেই আমি খুঁড়ছি হায়রে
নিজের সমাধি
মুখ দেখানোর নাই তো উপায়
ওগো পরান পাখি
সত্যি করে বলো আমায়
ক্ষমা করছো না কি
তোমায় ভালোবাসার মত
যোগ্য আমি নই
তাইতো আমি তোমার থেকে
দূরে সরে রই
মুখ দেখানোর নাই তো উপায়
ওগো পরান পাখি
সত্যি করে বলো আমায়
ক্ষমা করছো না কি