Bojhena Re Mon Lyrics
- Genre:Folk
- Year of Release:2023
Lyrics
আপন ভেবে যারে আমি
দিয়াছি এই মন
বারে বারে আমারে সে
কাঁন্দায় অকারণ
বুঝে নারে প্রেম আমার
বুঝে না রে মন
একটা পলক পড়ে নারে
আমার চোখের পাতায়
কাঁদবে জেনেও তবুও অ সে
তারেই খুঁজে বেড়ায়
সে বিনে যে বাঁচব নারে
বাঁচবে না জীবন
দিবানিশি মনটা আমার
তারেই ভেবে যায়
আমি থাকি যার আশে
সে থাকে কার আশায়
কেমনে বুঝাই তারে আমি
চাই যে প্রতিক্ষণ