Ai Je Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
এই যে
তোমার এত দুঃখ কিসের?
আমাকে একটু বলোনা
তোমার কেন এত মন খারাপ থাকে?
তুমি যে বনের পাখি
গান গাও জ্যোৎস্না রাতির
নিজেকে ভয় কোরোনা
এই যে
এই যে
এই যে
যখন তোমার কান্নাগুলো
অশ্রু হয়ে আসে
ভেবোনাকো কেউ যে নেই
নেইকো তোমার পাশে
নিজের খেয়াল নিজেই রেখো
দিয়োনাকো বকা
ভুলছিলো তাও কান্না থামাও
দিও ভালোবাসা
তাইতো তোমায় বলি গানটা ধরে রেখো
শিল্পীর নেই তুলনা
লাগুক যতই একা
তাহার সাথে দেখা
হয়ে যাবে তা জানোনা
এই যে
এই যে
এই যে
নিজেকে দুঃখী কোরোনা
নিজেকে দোষী কোরোনা
নিজেকে ভয় কোরোনা
নিজেকে দুঃখী কোরোনা
নিজেকে দোষী কোরোনা
নিজেকে ভয় কোরোনা
নিজেকে নিজেকে নিজেকে
ভয় কোরোনা